টাইগার বাম



আমাদের জয়নগর যাওয়ার ট্রেনে ( লক্ষ্মীকান্তপুর অথবা কাকদ্বীপ লাইন ) এক অত্যাশ্চর্য মলম বিক্কিরি হয়, তার নাম হল টাইগার বাম। যে হকার বিক্কিরি করেন, তিনি অবশ্যই বলবেন, "টাইগার বাম অত্যাশ্চর্য মলম ", যেন টাইগার বামের পদবী ওটা। এই মলম সত্যিই অত্যাশ্চর্য, সেটা ওই লাইনের যাত্রীমাত্রেই স্বীকার করবেন। তবে বাজার থাকলে কম্পিটিশন থাকবেই, এই বামের সাথে কমপিটিশনে আছেন, ড্রাগন মার্কা বিদ্যুৎ বাম আর আশ্চর্য সিংহ মলম। তবে টাইগার বামের কাছাকাছি কেউ নেই। টাইগার বাম কিনলে ( দাম - ছোট ফাইল ৫টাকা , বড় ফাইল ১২ টাকা, যেটা আবার "কোম্পানি প্রচারের স্বার্থে শুধু আপনার জন্য" ১০টাকায় দেবে ) এক কমলা বাক্স পাবেন, তাতে বাঘের ছবি আঁকা, ভেতরে ব্যবহার বিধি। আপনি জানেন কি? টাইগার বাম অন্তত ১২ - ১৫ রকম কাজে লাগে? সবকটা মনে নেই, গোটা ছয়েক লিখছি, আশা করি এতেই এই বামের অসাধারণত্ব প্রমাণিত হবে।


১. মাথা ধরলে টাইগার বাম লাগিয়ে নিন।
২. গায়ে ব্যাথা হলে, পা মচকে গেলে টাইগার বাম।
৩. দাঁতে পোকা হলে একটু গরম করে দাঁতের গোড়ায় দিয়ে রাখুন।
৪. সবজি কাটতে গিয়ে আঙ্গুল কেটে গেলে লাগিয়ে রাখুন, ( অন্য কোনো ভাবে কাটলে লাগাতে হবে কি না জানি নে)
৫. ছ্যাঁকা লাগলে বা পুড়ে গেলে লাগাবে টাইগার বাম লাগান।
৬. এইটা সবথেকে হাইট; হাঁস, মুরগীর জ্বর হলে ভাতের সাথে মেখে খাইয়ে দিন। :P

আর কোনো মলম একই সাথে ব্যাথা, কাটা বা পোড়ায় কাজ করে কিনা জানা নেই। হাঁস, মুরগী তো বাদই দিলাম।

ডিসক্লেইমার - এই স্টেটাসটি নিতান্তই পুর্বস্মৃতি, এর সাথে ব্যবসা বা কমিশনের সম্পর্ক নেই :P , নিশ্চিন্তে থাকতে পারেন , " কোম্পানির পোচারের সাথথে" আমি টাইগার বামের বিজ্ঞাপন করছি না।

Comments