সংরক্ষণ

যারে তুমি নিচে ফেল সে তোমাকে বাঁধিবে যে নিচে।
পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। ----- রবীন্দ্রনাথ ঠাকুর।


হাজার হাজার বছর ধরে অচ্ছুত বলে যাঁদের নীচে রাখা হয়েছে, শুদ্র বলে যাঁদের থেকে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, নারী বলে ঘরের চার দেওয়ালের অন্তরালে রাখা হয়েছে, সেই মানুষগুলোকে সমান হওয়ার একটু সুযোগ দিতে গেলে গায়ে এত জ্বালা ধরছে কেন? কাঁকড়ার ধর্ম হল অন্যকে উপরে ওঠার সময় টেনে নামিয়ে আনা। কিন্তু মানুষ তো আর কাঁকড়া নয়। তাহলে এই কাঁকড়া ধর্ম পালন করা কেন? আমাদের পুর্বপুরুষদের ধার যখন আমাদেরই শোধ করতে হয়, তখন আমাদের পুর্বপুরুষদের করা অন্যায় আমরা ঠিক করার প্রাণপণ চেষ্টা করব না কেন? সংরক্ষণ করা উচিত এবং দরকার, না হলে একটা দেশ এগোতে পারবে না। সকলকে নিয়ে চলতে গেলে একটু ধীর গতি হবে হয়তো , কিন্তু আখেরে লাভ হবে সকলের।
রিজার্ভেশন নিয়ে ফেসবুকে অনেক জোক দেখতে পাই, সেই সমস্ত জোকের প্রতিবাদ করি, এবং যারা রিজার্ভেশনের বিরুদ্ধে তাঁদের একটু ভেবে দেখার অনুরোধ করছি। মধ্যযুগীয় মানসিকতা শেষ হওয়া উচিত। সব মানুষ সমান। যারা পিছিয়ে আছেন, তাঁদের সঙ্গে নিয়ে আসার দায়িত্ব সকলের।
ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া রিজার্ভেশন বিরোধী জোকের জন্য একটা বিশাল বড় ছিঃ রইল আমার তরফ থেকে।

Comments