বোবলুপটাশ

বোবলুপটাশ
-----------------
যদি বোবলুপটাশ কাঁদে
কখনো সুর চড়ায় ওঠে, কখন নামে খাদে
সবাই পালায় রকেট চেপে, মামাবাড়ি চাঁদে
মাম্মা তখন বুঝতে পারে পড়েছে কোন ফাঁদে

যদি বোবলুপটাশ হাসে
সবাই তখন দুদ্দুড়িয়ে কোলে নিতে আসে
নতুন নতুন খেলনা আসে বোবোর প্রতি মাসে
চিবিয়ে টেনে ছুঁড়ে ফেলে তাদের ভুষ্টি নাশে

যদি বোবলুপটাশ ছোটে
খাটের উপর খচরমচর রেলিং বেয়ে ওঠে
ধুধুম করে ধাক্কা খেলে নাকে কিম্বা ঠোঁটে
সবাই বেশ টেরটি পায়, শান্ত সে নয় মোটে

যদি বোবলুপটাশ ডাকে
সবাই যেন অষ্টপ্রহর ধারেকাছেই থাকে
সুযোগ পেলেই কুটুশ করে কামড় বসায় নাকে
ঘুমটি পেলেই ঘ্যানঘ্যানানি, ডেকে পাঠাও মা কে

Comments