রসিকতা


রসিকতা করার সবথেকে বড় সমস্যা হল সবাই রসিকতা বোঝে না। এই ধরুন আপনি খুব রসিয়ে কিছু লিখলেন বা কমেন্ট করলেন,এক একজন এসে এমন কমেন্ট করবে যে আপনার রসিকতা মাঠে মারা যাবে, শুধু তাই না মরার সময় গঙ্গাজল পাবে না, ভুত হয়ে যাবে, তবু কেউ ভয় পাবে না।
এই ধরুন আপনি লিখলেন, মোদির বাড়িকে আমরা সবাই নিজের বাড়ি ভাবতে পারি কারণ সেটা মদীয় বাসভবন। এটাতে হ্যাহ্যা করে হাসা বা আরো চাড্ডি পান (PUN) করা ছাড়া বেসিক্যালি আর কিছুই বলার নেই। কিন্তু আমার যা কপাল, এখানে কিরকম কমেন্ট পড়বে জানেন?
১. কেন মোদীর বাড়িতেই কেন? আমাদের কি বাড়ি নেই?
২. তুই বিজেপি জয়েন করলি কবে?
৩. দেখ, তুই এইসব লিখিস না, টাকাপয়সা নিয়ে মাথা গরম আছে।
৪. মাথায় ঘৃতকুমারী লাগা, তাহলেই মাথা ঠান্ডা হবে, এইসব চিন্তা আর একদম আসবে না।
৫.তুই মোদিজিকে নিয়ে ইয়ার্কী মারছিস?
ইত্যাদি ইত্যাদি...
এরপর দেয়ালে মাথা ঠুকে মরে যেতে ইচ্ছে করে।
(প্লিজ লাস্ট লাইনটা পড়ে আত্মহত্যা ঠিক কেন করা উচিত নয়, সেটা নিয়ে লিখবেন না।)


পুঃ আমি ভাবছি এবার থেকে নিচে লিখে দেব, এটা রসিকতা ছিল।

Comments