পীযুষবাবুভাই

ক্লাস টু তে পড়ি তখন, টিভিতে একটাই সিরিয়াল দেখার অনুমতি আছে, রবিবার রাতে, আবার যখের ধন। শুয়ে শুয়ে মশারির মধ্যে থেকে দেখতাম। বিমলের থেকেও কুমারকে বেশি পছন্দ ছিল, আর অবশ্যই মানিকবাবুকে। একদিন বাবা হঠাত বাড়ি এসে বললেন সামনের হোমিওপ্যাথিক ওষুধের দোকানে কুমারবাবু এসেছেন, দেখতে যাবি? যাঃ! প্রথমে বিশ্বাসই করিনি বাবার কথা। তারপর চটপট নতুন ফ্রক পড়ে বাবার সাথে ছুট্টে দেখতে গেলাম। সত্যিই কুমার বাবু ভাই। বাবা তাঁকে বললেন, আমার মেয়ে তো আপনার খুব বড় ভক্ত। তিনি তো গাল টিপে দিয়ে জিজ্ঞাসা করলেন, নাম কি? কোন ক্লাসে পড়? একটাও কথা বেরোলো না মুখ থেকে। তারপর এক দৌড়ে বাড়ি ফিরে সোজা বাথরুমে ঢুকে দুইমগ জল মাথা থেকে ঢেলে দিলাম। নতুন জামার উপরেই। টিভির থেকে সত্যি মানুষ ( যে আবার আমার হেবি পছন্দের ) বেরিয়ে এসে নাম জিজ্ঞাসা করছে, বাপরে!

Comments