পাঠ প্রতিক্রিয়া - আর্টিমিস ফাউল ( ১-৭ খন্ড) - ওয়েন কফলার

লেখকের নামের বানান Eoin Colfer হলেও উচ্চারণ হল ওয়েন কলফার... ইনি একজন আইরিশ লেখক, যিনি আরটিমিস ফাউল নামে একটি সিরিজ লিখছেন, সিরিজে আপাতত আটটি বই রয়েছে, যার মধ্যে সাতখানি পড়ে ফেলেছি... আট নম্বরটি সবে বেরিয়েছে, এখনো হাতে পাইনি, পেতে চাই কিনা সেটাও ঠিক করে উঠতে পারছি না... 
আরটিমিস ফাউলের গল্প শুরু হয় একদম প্রথম বইতে, যখন সে বারো বছর বয়সের এক উচ্চমেধা সম্পন্ন ছেলে... তার আই কিউ অত্যন্ত বেশি, এবং সে ভবিষ্যতে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভিলেন হিসাবে দেখতে চায়। কারণ সে ফাউল পরিবারের ছেলে, ফাউল পরিবার, বিগত প্রায় ৫০০ বছর ধরে বিখ্যাত ভিলেন পরিবার, বিশাল বড় ফাউল ম্যানরের দেখাশোনা করে বাটলার পরিবার, যারা গত পাঁচশ বছর ধরে ফাউল পরিবারের দেখাশোনা করে চলেছে... এক দুর্ঘটনায় আর্টিমিস ফাউলের বাবা নিখোঁজ, এক রাশিয়ান মাফিয়া তাঁর সাবমেরিনে বোমা মেরেছিল, সেই শকে তার মা পাগল হয়ে গেছেন। আর্টিমিসের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব অনেক টাকা জোগাড় করা, আর তাই দিয়ে বিভিন্ন শয়তানি করা এবং বাবাকে খুঁজে বের করা... তাই সে এক প্ল্যান এঁটে একজন পরীকে অপহরণ করল...
হ্যাঁ, শেষ লাইনটা ঠিক পড়েছেন... এই পরী বা ফেয়ারীরা হল ম্যাজিক এবং অতি উন্নত টেকনোলজির সাহায্যে মাটির নিচে থাকা এক প্রজাতি... লম্বায় এক মিটারের কাছাকাছি.. ডানা নেই, তবে টেকনোলজির উন্নতির ফলে উড়তে পারে..
এইটুকু পড়ে ভাবছেন তো , কি আপাদমস্তক গাঁজা?গাঁজা তো বটেই, এবং বেশ খানিকটা বাচ্চা বাচ্চা ব্যাপার... বইগুলি কিন্তু বেস্ট সেলার... যুক্তির অভাব খুঁজে পাবেন না, যদি ওই পরীর কেসটা ইম্যাজিন করে নিতে পারেন। তবে দুটো বড় বড় খুঁত খুঁজে পেলাম এই সিরিজ পড়ার পর।
প্রথমত, হ্যারিপটারের বা আমাগো শীর্ষেন্দুবাবুর অদ্ভুতুড়ের মত আট থেকে আশি আকর্ষণ করার ক্ষমতা এই বইগুলির নেই, আট থেকে বড়জোর কুড়ি, টেনেটুনে পঁচিশ। আমি নিজে ছোটদের বই পড়তে চিরকাল খুব ভালোবাসি, তবে এই বইগুলি আমাকে বেশ খানিকটা বোর করেছে, আবার কিছু জায়গা এমন যে ছাড়াও যায় না, হাজার হলেও, পরী মানুষের দ্বারা কিডন্যাপিত হওয়া একটু অদ্ভুত...
দ্বিতীয়ত, এই বইগুলি কিন্তু হ্যারি পটারের মত একটিই চলমান কাহিনী নয়, আবার একেবারে আলাদাও নয়। ফলে মুশকিল হল, আপনি যদি চার নম্বর বইটা পড়তে চান, চরিত্রগুলিকে চেনার জন্য আগের তিনটে বই আপনাকে পড়তেই হবে, কিন্তু আপনি চাইলে পাঁচ নম্বর বইটি না কিনতেও পারেন, কারণ তাতে আপনার কিছুই যায় আসবে না... এই বইগুলি শেষ হওয়ার সাথে সিরিজের পরের বইটির জন্য কোন অপেক্ষা রেখে যায় না... সেইজন্যেই ভাবছিলাম আট নম্বরটি কিনব কি না।
আপনাদের বাড়িতে যদি টিনেজার বাচ্চা থাকে, যে যথেষ্ট কল্পনাপ্রবণ এবং তার সাথে অস্ত্র আর টেকনোলজি ভালোবাসে, তাহলে তাকে জন্মদিনে দিতে পারেন এই বইয়ের সেট, তার থেকে বড় কাউকে দিলে একটু বকুনি খাওয়ার চান্স রয়েছে। দয়া করে পরপর পড়বেন বইগুলি... তবে মানতেই হবে, টিনেজার ছেলের শয়তানি, টেকনোলজি , পরী , ম্যাজিক, সব কিছু নিয়ে এই বইয়ের আইডিয়া সত্যিই অনবদ্য... বইগুলির নাম পরপর দিয়ে দিচ্ছি...
1. . Artemis Fowl (2001)
2. Artemis Fowl: The Arctic Incident (2002)
3. Artemis Fowl: The Eternity Code (2003)
4. Artemis Fowl: The Opal Deception (2004)
5. Artemis Fowl: The Lost Colony (2006)
6. Artemis Fowl: The Time Paradox (2008)
7. Artemis Fowl: The Atlantis Complex (2010)
8. Artemis Fowl: The Last Guardian (10 July 2012) ( পড়া হয়নি )

Comments

  1. বহুদিন ধরে আমার TBR লিস্টে। পুরো সেটটা আছে।

    ReplyDelete

Post a Comment